রাজশাহীর পুঠিয়ায় বন্ধু কর্তৃক বন্ধুর বউকে ধর্ষণের মামলায় জুয়েল (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তারকৃত ব্যক্তি নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের নবাবের ছেলে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের হালতি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে র‍্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, আসামি জুয়েল ভুক্তভোগী গৃহবধূর স্বামীর বন্ধু। স্বামীর বন্ধু হওয়ার সুবাদে তাদের বাড়ীতে যাতায়াত করতো। গত ৭ অক্টোবর রাত অনুমানিক সাড়ে ১০টার দিকে আসামি জুয়েল পুঠিয়া থানাধীন পীরগাছা গ্রামস্থ গৃহবধূর বাড়িতে এসে তার স্বামীকে ডাকতে থাকে। তখন ভিকটিম জুয়েলকে বলে তার স্বামী ভ্যান নিয়ে ভাড়ায় গেছে। তখন সে ঘরের ভিতরে বসার কথা বলে প্রবেশ করে জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে।

পরবর্তীতে ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় ধর্ষক জুয়েলের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল আসামীর অবস্থান জানতে পেরে নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন হালতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।‌ আসামিকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।