
উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে শারদীয় দুর্গাপূজা। এবার উপজেলাজুড়ে মোট ১৭০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। রবিবার থেকে শুরু হওয়া এই মহোৎসবে আজ সন্ধ্যার পর থেকে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপও ছিল চোখে পড়ার মতো।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোঃ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। তিনি প্রথমে শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপে যান। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এরপর তিনি শাপলবাগ পূজামণ্ডপ, শ্রীমঙ্গলেশ্বরী কালী মন্দির পূজামণ্ডপ এবং ভাড়াউড়া চা-বাগান পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষরও করেন। এ সময় তিনি বলেন, “দুর্গাপূজার সময় সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ উৎসব উদ্যাপনে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।”
পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হকসহ জেলা ও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলের প্রতিটি পূজামণ্ডপে ইতোমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবপ্রেমী মানুষ যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেজন্য পুলিশ প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।
মন্তব্য করুন