
শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে কয়েকটি পুজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। আজ তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে অবস্থিত ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি পুজামণ্ডপে যান। এ সময় তিনি মণ্ডপের ভেতর ঘুরে দেখেন এবং কিছুসময় সেখানে অবস্থান করেন।
ওসি আমিনুল ইসলাম পুজামণ্ডপের শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাবাড়ি পুজা কমিটির অরবিন্দু কুমার পাল, লোকেশ দেব, নিতাই চন্দ্র দেব প্রমুখ।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন