
বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের শ্রেষ্ঠ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। শনিবার বেলা এগারোটায় হিন্দু সমাজ গৃহের আয়োজনে পৌর শহরের সেন্টারপাড়া এলাকায় শ্রীকৃষ্ণের জীবনি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। এছাড়া শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা শহরগুলোতে শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কু্ট্রি, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সভাপতি শিবু লাল দাস ও হিন্দু সমাজ গৃহের সভাপতি চন্দন সমাদ্দার।
বক্তারা ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুটে জাতি র্ধম র্বন নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন