জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টেলিভিশনের উপজেলা সংবাদ সংগ্রাহক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মির্জাগঞ্জ উপজেলার সাংবাদিকরা।

মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জ এর আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা সদর সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরিশাল-বরগুনা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর তথ্য ও যোগাযোগ সম্পাদক মেহেদী হাসান মুবিনের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য দেন মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ফারুক খাঁন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ সোহাগ হোসেন ও সহ সভাপতি কামরুজ্জামান বাঁধন প্রমূখ।

অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার মূলহোতা সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিকরা।