পাবনার ভাঙ্গুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২৩ উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ খেলার মাঠে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়ন ও ভাঙ্গুড়া পৌরসভার মধ্যে খেলা শুরুর মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। ট্রাইব্রেকারে ভাঙ্গুড়া পৌরসভাকে ৪-৩ গোলে হারিয়ে বিজয়ী হয় ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ।

একই দিন বিকেলে মন্ডতোষ ইউনিয়ন ও খানমরিচ ইউনিয়ন জয় লাভ করে।

এ টুর্নামেন্টে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ৭টি দল অংশ নেবে। তিন দিনব্যাপী এ ফুটবল প্রতিযোগিতায় প্রতিদিন খেলা অনুষ্ঠিত হবে। আগামী রোববার (১৮ জুন) বিকেলে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, উপজেলার বিবি স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, শরৎনগর সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল হামিদ, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ হেদায়েতুল্লাহ।

উক্ত ফুটবল টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন, ফিরোজ মাহমুদ ও ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন এ খেলার আয়োজন করে। খেলাটি উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, ভাঙ্গুড়া থানার (ওসি) তদন্ত মিজানুর রহমান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল-আলম বাবলু, উক্ত টুর্নামেন্টের সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর,

শরৎনগর সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সোহেল আজিজ মোঃ মহসিন আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আল-আমিন, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, দিলপাশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।