দিনাজপুরের খানসামা উপজেলায় খানসামা রক্তদান গ্রুপের উদ্যোগে সদস্য সমাবেশ ও টি-শার্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বিকেলে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সদস্য সমাবেশ ও টি-শার্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদস্যদের হাতে টি-শার্ট তুলে দেন রক্তদান গ্রুপের অন্যতম উপদেষ্টা ডাঃ নুর ফারিহা আইরিন ও খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম।

এসময় রক্তদান গ্রুপের পরিচালক এএইচ আরাফাত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারন সম্পাদক নিজামুল ইসলাম নাঈম, অর্থ সম্পাদক আসিফ ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ।