পটুয়াখালী সদর বাসস্ট্যান্ড এলাকায় দুই বাসের অপ্রতিদ্বন্দ্বী গতির প্রতিযোগিতা কেড়ে নিয়েছে এক শিক্ষার্থীর প্রাণ। নিহত শিক্ষার্থীর নাম সাবিকুন নাহার সসি (২১)। তিনি বরিশাল জমজম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (MATS) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালীয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ জুন) দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় একটি স্থানীয় যাত্রীবাহী বাস ও একটি আন্তঃজেলা বাস কোনটি আগে ছাড়বে তা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়। হঠাৎ করে এক বাস আরেকটিকে ওভারটেক করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সসি চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশালে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে নিহতের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।