
উপকূলীয় দরিদ্র জনগণের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর ইটবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা কর্তৃক পটুয়াখালী সদর থানাধীন ইটবাড়িয়া ইউনিয়নে বেইস অগ্রযাত্রা গেট সংলগ্ন এলাকায় “তারুণ্যের উৎসব ২০২৫” শীর্ষক একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
এ ক্যাম্পেইনে চার শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ক্যাম্পেইনের নেতৃত্ব দেন মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট সারাহ হক, এএমসি।
এছাড়াও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় মৎস্যজীবীদের মাঝে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ জাল ব্যবহার বন্ধ, বনজ সম্পদ রক্ষা, এবং নৌযান ও নৌপথে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় স্থানীয় প্রশাসন, বন বিভাগ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন