শ্রীমঙ্গলে ৪৮০ লিটার চোলাই মদসহ শংকর রবিদাস বুড়ি (৫২) নামের একজনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গতকাল শুক্রবার ( ৯জুন) রাতে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানের পশ্চিম লাইনে অভিযান পরিচালনা করে শংকরকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম ভাড়াউড়া চা বাগানের পশ্চিম লাইনে শংকরের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার বসতবাড়ি থেকে ৭টি ড্রামের ভেতর থেকে ৪৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়।

এ ঘটনায় আসামি শংকরের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।