
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও গুণগত মানোন্নয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক জনাব মোঃ শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা,মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক প্রমূখ। এতে উপজেলা ১৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন