
উপকরনঃ
• ডিম – ৩
• পাউডার দুধ – ১/৪ কাপ
• দুধ – ১/৪ কাপ
• চিনি – ৬ টেবিল চামচ বা স্বাদমত
• লবণ – ১ চিমটি
• ঘি/ গলানো বাটার – ৬ টেবিল চামচ
• এলাচ গুঁড়া – ১/৪ চা চামচ
• দারচিনি গুঁড়া- ১/৪ চা চামচ
• কেওড়া – ১ চা চামচ
• জাফরান / অরেঞ্জ ফুড কালার – ১ চিমটি
• কিসমিস – ১২ টা
• বাদামকুচি – ১ টেবিল চামচ
সাজানোর জন্য: (ইচ্ছা)
• কিসমিস – ৬/৭ টা
• বাদামকুচি – ১ টেবিল চামচ
• খেজুরকুচি – ১ টেবিল চামচ
পদ্ধতিঃ
• ঘি/ গলানো বাটার ছাড়া সব উপকরন একটি বাটিতে নিয়ে ভালভাবে বিট করে নিন।
• ডিমের মিশ্রণটি নাড়তে থাকুন আর আস্তে আস্তে ঘি/গলানো বাটার মিশাতে থাকুন। (আপনি যদি বাটার ব্যবহার করেন তাহলে গরম বাটার ডিমের মিশ্রনে মিশাবেন না। বাটার মিশ্রনে মিশানোর আগে ঠান্ডা করে নিন, নাহলে এটি ডিমের মিশ্রনে দানা হয়ে থাকবে।)
• এবার মিশ্রণটি একটি পাত্রে নিয়ে মাঝারি আঁচে চুলায় দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন। নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে দানা দানা হয়ে আসবে তখন চুলা বন্ধ করে জরদা নামিয়ে নিন।
• ডিমের জরদা পরিবেশন পাত্রে নিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
মন্তব্য করুন