
পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের ভায়লা গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও একটি নিবন্ধনহীন অনলাইন টিভিতে ভুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আতাহার উদ্দিন মোল্লার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
গতকাল রবিবার বেলা ১১টায় ভায়লা গ্রামের ভুয়া দলিলকৃত জমির সামনের কাঁচা রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে ভুক্তভোগী আতাহার উদ্দিন মোল্লা, জমির প্রকৃত ওয়ারিস মোস্তফা খান, স্থানীয় আকবর মোল্লা, সাবেক চেয়ারম্যান তারেক আলী খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
তারা বলেন, ১৯৫৪ সালে মারা যাওয়া মজু হাওলাদারের নামে ১৯৫৫ ও ১৯৫৭ আফছের হাওলাদার ও আমজেদ হাওলাদার চারটি ভুয়া দলিল করে জমি দখল করেন। বিষয়টি নিয়ে তাদের বংশেরই হাচন হাওলাদার ১৯৫৭ সালে পটুয়াখালী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ভুয়া দলিল বাতিল করেন। একই সঙ্গে স্থানীয় সালিশিকারী মো: আতাহার উদ্দিন মোল্লা, সলেমান আকন, মান্নান মেম্বার, আক্কাচ মৃধা, ধলাই হাওলাদার ও আকতার মেম্বার সকল দলিল ও অন্যান্য কাগজপত্রাদি পর্যালোচনা করে ভূয়া দলিলকারীদের বিরুদ্ধে দখলকারীদের রায় দেন। আদালতের ও সালিশের রায়ে পরাজিত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে দখলকারীরা। এরপর ভুয়া দলিলকারীর ছেলে হারুন হাওলাদার ও নজরুল হাওলাদার টাকা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত একটি অনলাইন টিভিতে আতাহার উদ্দিন মোল্লার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি ঘটায়।
মন্তব্য করুন