শ্রীমঙ্গলে মঙ্গলবার (৬ জুন) বিকেলে প্রায় ১ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ এর আওতায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি জনপদ খেজুরিছড়া জিসি-নিরালাপুঞ্জি ভায়া হরিণছড়া চেইনেজ ৭০০০- ৮০০০ মিটার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই রাস্তাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম প্রমুখ।