
সারা দেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যায়যায়দিনের ১৮’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন)সন্ধ্যা ৬টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া বাজারস্থ বকুলতলা ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটিতে মিলিত হয়। যায়যায়দিনের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও ভাঙ্গুড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ- এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি মোঃ ময়নুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও অবঃ সহকারী অধ্যাপক মোঃ মাহবুব-উল -আলম বাবলু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের ডাক এর উপজেলা প্রতিনিধি আলহাজ্ব আব্দুল খালেক,ভাঙ্গুড়া টিবিএম কলেজের অধ্যক্ষ ও গণমাধ্যম কর্মী মোঃ বদরুল আলম বিদ্যুৎ,।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক মোঃ মেহেদী হাসান রানা, মেহেদী হাসান মামুন, বিকাশ কুমার দাস প্রমূখ। আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে কাটেন এবং মিষ্টিমূখ করানো হয়।
মন্তব্য করুন