পটুয়াখালী জেলাধীন পটুয়াখালী সরকারী কলেজ ও পটুয়াখালী সরকারী মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির ভর্তিতে আসন সংখ্যা কমিয়ে ভর্তি বৈষম্য নিরসনের দাবীতে শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি দিয়েছেন জেলার বেসরকারী কলেজের অধ্যক্ষবৃন্দ।

আজ বেলা ১২টায় আবদুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মো: বাহাউদ্দিনের নেতৃত্বে বেসরকারী কলেজের অধ্যক্ষবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে লিখিত উল্লেখ করেন, পটুয়াখালী জেলার সদর উপজেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৩টি সহশিক্ষা কলেজ ও ২টি মহিলা কলেজ সহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি বছর এ উপজেলায় এস এস.সি পরীক্ষায় প্রায় ৩হাজার শিক্ষার্থী উর্ত্তীন হয় যার মধ্যে ৩শত শিক্ষার্থী ঢাকা সহ অন্যান্য স্থানে ভর্তি হয়। অবশিষ্ট শিক্ষার্থীদের মধ্যে প্রায় ২ হাজার শিক্ষার্থী পটুয়াখালী সরকারী কলেজ ও সরকারী মহিলা কলেজে ভর্তি হয়। উপরোক্ত সরকারী কলেজ ২টিতে আসন সংখ্যা ৩বিভাগে ৪৫০। বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় পটুয়াখালী সরকারী কলেজ ও সরকারী মহিলা কলেজ আসন সংখ্যা বৃদ্ধি করে ভর্তি কার্যক্রম করে আসছে। যার কারনে অত্র উপজেলার বেসসরকারী কলেজ সমূহ প্রায় শিক্ষার্থী শুন্য হয়ে পড়েছে। এছাড়া উল্লেখিত সরকারী কলেজ ২টিতে কাম্য সংখ্যক শ্রেণি শিক্ষক নেই। পটুয়াখালী সরকারী কলেজ ও পটুয়াখালী সরকারী মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির ভর্তিতে ৩বিভাগে ১৫০করে মোট ৪৫০ এর অতিরিক্ত শিক্ষার্থী যাতে ভর্তি হতে না পারে তার ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

এ সময় অধ্যক্ষবৃন্দের উপস্থিত ছিলেন অধ্যক্ষ নেছার উদ্দিন তালুকাদার, অধ্যক্ষ গোলাম কিবরিয়া,অধ্যক্ষ আফরোজা বেগম, অধ্যক্ষ মেহেরুননেছা, অধ্যক্ষ বিধান কুমার শীল, অধ্যক্ষ মো:মাসুদ আলম, অধ্যক্ষ মো: কামরুল ইসলাম, অধ্যক্ষ রুহুল আমিন,পটুয়াখালী কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো: গোলাম রহমান,সদস্য সচি মো: ফারুকা সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ প্রতিনিধি।