
বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ চা উৎপাদন হচ্ছে তা দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটাতে সক্ষম হচ্ছে। চা রপ্তানি বৃদ্ধি করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে শ্রীমঙ্গলে চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে ‘ টি কোয়ালিটি স্ট্যান্ডার্ডস: এক্সপোর্ট পটেনসিয়াল অব বাংলাদেশ টি’ শীর্ষক এক কর্মশালা অনু্ষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক মো. ইসমাইল হোসেন, লন্ডন টি এক্সচেঞ্জের চিফ এক্সিকিউটিভ শেখ মো. অলিউর রহমান।
কর্মশালায় লন্ডন টি এক্সচেঞ্জের টি মাস্টার ডেভিন প্রিয়েন বার্নাড গ্রেরো, চীফ অব স্টাফ লরেন পাউলা বুস, হেড অব সেলস এন্ড মার্কেটিং জোহান মার্গারেট হলম্যান অংশগ্রহন করেন।
পিডিইউ’র সহকারী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান আকন্দের সঞ্চালনায় আরও উপস্হিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী প্রমুখ।
কর্মশালায় চা গবেষণা ইনস্টিটিউটের সকল কর্মরত বৈজ্ঞানিক কর্মকর্তা, পিডিইউ’র কর্মকর্তা ছাড়াও সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রায় ৫০ টি চা বাগানের ব্যবস্হাপক, উপ- মহাব্যবস্থাপক ও মহাব্যবস্থাপকসহ প্রায় ৬০ জন অংশগ্রহন করেন।
মন্তব্য করুন