পটুয়াখালীর গলাচিপা উপজেলার কল্যাণকলস গ্রামের দুধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রাহাত হাওলাদার, মোহাম্মদ আবুল ওহাব, মোঃ শাহ জামাল ও মোঃ ফরহাদ হোসেন বাবু সহ অন্যান্য সহযোগী কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার (০২ এপ্রিল) দুপুরে কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণ কলস স্লুইস বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন ভুক্তভোগীসহ এলাকার শত শত নারী পুরুষ। এসময় ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন বক্তব্য দিয়েছে আবুল কালাম হাওলাদার, মোহাম্মদ হানিফ হাওলাদার, মোহাম্মদ রুবেল মোল্লা, শাহানারা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, আবুল ওহাব মন্ত্রণালয়ের গাড়ি ড্রাইভার পরিচয় দিয়ে তার ভাইদের দ্বারা এলাকায় ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছেন। তাদের নামে একাধিক মামলা থাকা সত্ত্বেও অদৃশ্য ক্ষমতাবলে জামিনে থেকে এলাকাবাসীদের নানা ভয়ভীতি সহ হুমকি প্রদান করছেন। মানুষজনকে অযথা মারধর করা সহ বিভিন্ন ভাবে হয়রানী করছেন। যার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ। এলাকায় থাকা দুঃসাধ্য হয়ে পড়েছে। অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।