
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে সড়ক রেল ও নৌপথে ঢাকা ছাড়ছে মানুষ। তবে ঈদযাত্রায় ভোগান্তির পরিবর্তে এবার স্বস্তিতে ঘরে ফিরছে বেশিরভাগ মানুষ।
ঈদের সময় ঢাকা থেকে ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ার সঙ্গে ট্রেনযাত্রীদের কমবেশি পরিচয় থাকলেও এবার ট্রেন বিলম্ব হচ্ছে না। শনিবার (২৯ মার্চ) সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেন কমলাপুর স্টেশন ছাড়তে বিলম্ব হয়নি। আবার কেউ ট্রেনের ছাদেও উঠতে পারছেন না। তবে ট্রেনগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে গন্তব্যে ছুঠছে।
যাত্রীদের অনেকে মনে করছেন এবারের ঈদযাত্রা এতটাই নির্বিঘ্ন হচ্ছে, যেটা এর আগে বাংলাদেশে কখনো দেখা যায়নি। এ ছাড়া ট্রেনে যাত্রীসংখ্যা এর আগের চেয়েও অনেক কম। স্টেশন এলাকাতে ভিড়ও কম।
রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী খাইরুল ইসলাম বলেন, ঢাকায় চাকরি করি ৮ বছর। প্রতিবার ঈদে ট্রেনে চড়ে বাড়ি যাই। এবার সব আগের মতো থাকলেও নেই কেবল ভোগান্তি। তেমন ভিড় পেলাম না। তবে কিছু লোক দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু, সেটি অন্যান্যবারের তুলনায় নগণ্য।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, সকাল ৯টা পর্যন্ত ১০টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। কোনো ট্রেনই স্টেশন ছাড়তে বিলম্ব করেনি। সকালের দুই তিনটি ট্রেনে যাত্রীর চাপ অনেক বেশি ছিল। এখন কিছুটা কমে।
মন্তব্য করুন