
বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানো হয়।
বুধবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রেসক্লাব এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি।জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পটুয়াখালী স্টেডিয়ামে শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাহিনীর সদস্যরা অংশ নেন। মহান স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে শিল্পকলা একাডেমিতে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। একই সময়ে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়, যেখানে মুক্তিযুদ্ধের তাৎপর্য ও চেতনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়া হয়। দুপুরে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সন্ধ্যায় পটুয়াখালীর গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনগুলোতে বর্ণিল আলোকসজ্জার মাধ্যমে দিনটির সমাপ্তি ঘটে।
পটুয়াখালীতে স্বাধীনতা দিবসের এই আয়োজন ছিল দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। জেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসান মোহাম্মদ আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া,উপ পরিচালক, স্থানীয় সরকার প্রশাসক, পৌরসভা, মোহাম্মদ জুয়েল রানা।এছাড়া উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন মহোদয় সভাপতি পৌর BNP এবং সভাপতি দি চেম্বার্স অফ কমার্স।এ্যাড মো: নাজমুল আহসান আমির জামায়েত ইসলামী, ইসলামি আন্দোলনের সভাপতি হাওলাদার মোঃ সেলিম মিয়া,সৈয়দ নজরুল ইসলাম লিটু আহবায়ক গন অধিকার পরিষদ, জুয়েল রানা উপপরিচালক, স্থানীয় সরকার এবং প্রশাসক, পটুয়াখালী পৌরসভা। সভাপতি সেক্টর কমান্ডারস ফোরাম মফিজুর রহমান খান প্রমুখ।
মন্তব্য করুন