দিনাজপুরের হিলিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়।

পরে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধ্যে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃংখলা বাহিনী, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার আমিত রায়,হাকিমপুর- ঘোড়াঘাট সার্কেল এ এসপি আ.ন.ম. নিয়ামত উল্লাহ,বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী,  উপজেলা বিএনপির সভাপতি ফেরদেীস আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ মো.সুজন মিয়া, হিলি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ,সাংবাদিক সোহেল রানা প্রমুখ।