
পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাতীয়তাবাদী যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা সদরের বাহেরচর বাজারে এ আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে । বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কোন কোন মহল তৎপর রয়েছে। যার জন্য বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখলসহ কোন অপকর্মই বিএনপি সমর্থন করে না।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, আপনাদেরকে অতন্দ্র প্রহরীর মত কাজ করতে হবে। ধানের শীষকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করে আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নিয়াজ আকনের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার।
সভা শেষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
মন্তব্য করুন