
বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল।
বুকে ব্যথা অনুভব করায় তাঁকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, বিকেএসপির মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলছিল। এর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।
ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল বলেন, তামিমকে ঢাকায় নেওয়ার জন্য মাঠে হেলিকপ্টার পৌঁছায়। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
এদিকে, তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা। এদিকে আজ হওয়ার কথা ছিল বিসিবির বোর্ড মিটিং। তবে সেটি শেষ পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে।
মন্তব্য করুন