উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়ায় এক মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে চার শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তার, এএমসি। তিনি বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় অঞ্চলে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

স্থানীয়রা কোস্ট গার্ডের এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ তাদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।