“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই,–এই তারুণ্যের উৎসবে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ স্মৃতি বিদ্যানিকেতন এর ৫০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৪ ফেব্রæয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা, বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপি হীদ স্মৃতি বিদ্যানিকেতন এর ৫০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

প্রতিষ্ঠা এডহক কমিটির সভাপতি আঃ বারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনীন্দ্র চন্দ্র দত্ত।নের সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র কর্মকার ও সহকারী শিক্ষিকা মোসা. রেমিজা এর সঞ্চালনে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি‘র সদস্য সচিব ¯েœহাংশু সরকার কুট্টি, সদর উপজেলা বিএনপি‘র সভাপতি কাজী মাহবুব আলম,জেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন,সহ-সভাপতি ইমরুল আহসান, লাউকাঠি ইউপি চেয়ারম্যান মোঃ ইলয়াছ, লাউকাঠি ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আব্দুল মন্নান ফকির,সহ-সভাপতি আনিছ মৃধা, সাধারন সম্পাক মোঃ জয়নাল আবেদীন গাজী প্রমুখ।

সার্বিক তত্বাবধায়নে ছিলেন এডহক কমিটির সদস্য মোঃ জাহিদুল ইসলাম।এছাড়া ক্রীড়া দফা পরিচালনা করেন সহকারী শিক্ষক (খন্ড-কালীন) সহিদুল আলম এবং সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) জলিল পাটোয়ারী।

বিকেলে একই মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানেযারা বিজযী হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।