
নওগাঁর আত্রাইয়ে তাল শাষের কদর বেড়েছে ৷ জৈষ্ঠ্যমাস মধুর মাস এ মধুময় মাসে বিভিন্ন ধরণের সুস্বাদু ফল পাওয়া যায়। বিশেষ করে এ এলাকায় আম, লিচু, কাঁঠালের পাশাপাশি তালের শ্বাস তালকুর নামের ফলটিরও চাহিদা ও কদর বেড়েছে।
হাটবাজারের খোলা স্থানে বিক্রি হচ্ছে এ সুস্বাদু ফলটি, ক্রেতাদেরকে লাইন ধরে কিনতেও দেখা গিয়েছে। সারাদেশে তালের শ্বাস নামে পরিচিত হলেও এই এলাকায় তালের চোখ বা তালকুর নামে পরিচিত,শিশু থেকে সববয়সী মানুষের প্রিয় খাবার এ ফলটি।
আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গিয়েছে রাস্তা ধারে বসে তালের শ্বাস বিক্রি করিতেছে মৌসুমি ব্যবসায়ীরা। দাঁড়িয়ে থেকে কিনতেছেন সব শ্রেণির মানুষ,তালের ছড়ি কাইন থেকে হাঁসুয়া বা ছুড়ি বা দা দিয়ে তাল কেটে শ্বাস বা চোখ বের করে দিতেছেন ব্যাবসায়িরা। তালের শ্বাসের চোখের পানি অনেকটা পুষ্টি সমৃদ্ধ বলে অনেক ক্রেতারা জানিয়েছেন।
তালের শ্বাস কিনতে আসা আলম হোসেন জানান, ভাল লাগে এ ফলটি,পরিবারের সবাই পছন্দও করে। প্রতিদিন বাড়িতে যাওয়ার সময় কিনে নিয়ে যায়, তবে এ বছর দাম অনেক বেশি নিম্ন আয়ের লোকজনের কিনতে সমস্যা হচ্ছে,তিনি ৬০ টাকাতে ৭পিচ তালকুর কিনেছেন,এক পিচ তালে তিনটি চোখ রয়েছে৷
একজন ক্রেতা বলেন তার মেয়ে এলাকায় অন্য একজনকে খেতে দেখে এখন জেদ ধরেছে, তাই বান্দাইখাড়া বাজারে তালের শ্বাস কিনতে এসেছি, এসে দেখছি অনেকে সিরিয়াল অনুযায়ী নিচ্ছে।
বান্দাইখাড়া বাজারের বিক্রেতা মো. মনেক্কা বলেন , পাড়া-মহল্লা,গ্রামে ঘুরে ঘুরে তাল কিনতে হয় তাঁকে, একেকটি গাছে তালের সংখ্যা দেখে কিনতে হয়,পাঁচশত টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ৷ তবে গাছের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে,তালগাছে উঠতে অনেকটা কষ্টদায়ক তেমনি দড়িতে বেঁধে নামাতে অনেক অসুবিধায় পড়তে হয়। ভ্যানে ভাড়া দিয়ে আবার বাজারে নিয়ে আসতে হয়, তারপরের প্রতিদিন তিনি পাঁচ শত টাকা থেকে ছয়শটাকা পর্যন্ত আয় হয়ে থাকে ৷
মন্তব্য করুন