শ্রীমঙ্গলে ২০২৪-২০২৫ অর্থবছরে ‘ফ্লাড রিকনস্ট্রাকশান ইমারজেন্সী এসিসটেন্স’ প্রজেক্টের আওতায় পারিবারিক পুষ্টি বাগান, ফল ও সবজি চাষ বিষয়ক দিনব্যাপী কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সরেজমিন উইং এর অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) মো. মোজদার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ফ্রিপ প্রজেক্টের সহকারি প্রকল্প পরিচালক (মনিটরিং) শাওন মজুমদার, মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামছুদ্দিন আহমদ।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর।

প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন। এরমধ্যে ৪০ জন কৃষক এবং ২০ জন কৃষাণী অংশ নেন।