‘এসো দশে বদলাই, পৃথবিী বদলাই’ এ প্রতপিাদ্যে তারুণ্যরে উৎসব-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জলোয় আজ থকেে শুরু হয়ছেে যুব কাবাডি অর্নূধ্ব-১৮ (বালক/বালকিা) র্টুনামন্টে।

মৌলভীবাজার জলো পুলশিরে আয়োজনে শনবিার সকালে পুলশি লাইন্স মাঠে র্টুনামন্টে উদ্বোধন করনে জলো প্রশাসক মোঃ ইসরাইল হোসনে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতত্বি করনে মৌলভীবাজার জলোর পুলশি সুপার এম, এইচ, জাহাঙ্গীর হোসনে পপিএিম- সবো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তব্যে জলো প্রশাসক মোঃ ইসরাইল হোসনে বলনে, ‘দশে এবং পৃথবিী পরর্বিতন করতে হলে আগে নজিকেে পরর্বিতন করতে হব। নজিদেরে চরত্রিে ইতবিাচক পরর্বিতনরে মাধ্যমইে সমৃদ্ধ দশে, সমৃদ্ধ পৃথবিী গড়া সম্ভব।’

সভাপতরি বক্তব্যে পুলশি সুপার এম, এইচ, জাহাঙ্গীর হোসনে পপিএিম বলনে, ‘দশেব্যাপী তারুন্যরে উৎসবরে অংশ হসিবেে এই কাবাডি খলোর আয়োজন। আমাদরে জাতীয় খলো কাবাড। আমি আশা করি তোমরা একদনি আমাদরে দশেকে প্রতনিধিত্বি করবে এবং দশেরে জন্য সুনাম বয়ে আনব। তোমরা তরুনরা সঠকি পথে থাকলইে এই দশে সঠকি পথে এগয়িে যাব।

বাংলাদশে কাবাডি ফডোরশেনরে র্সাবকি সহযোগতিায় জলো পুলশি আয়োজতি এই র্টুনামন্টেে ছলেদেরে বভিাগে মৌলভীবাজার, হবগিঞ্জ, সুনামগঞ্জ, সলিটে, ফনেী, নত্রেকোনা ও ব্রাহ্মণবাড়য়িা জলো এবং ময়েদেরে বভিাগে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবগিঞ্জ, সলিটে ব্রাহ্মণবাড়য়িা জলো অংশগ্রহণ করছ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থতি ছলিনে অতরিক্তি পুলশি সুপার মোঃ শামসুল হক, অতরিক্তি পুলশি সুপার মোঃ আজমল হোসনে, জলো ক্রীড়া অফসিার মোঃ মাজহারুল মজদি প্রমুখ।