“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”- এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে ০৩ দিনব্যাপি বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সদর পটুয়াখালী এর আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট,হকি,ভলিবল,ব্যাডমিন্টন,টেবিল টেনিস,বাস্কেটবল, এ্যাথলেটিকস এবং সাইক্লিং শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালক এবং বালিকা অংশ গ্রহন করে।

উদ্বোধনী ক্রিকেট খেলায় ছাত্রী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ান হয়। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শারীরিক শিক্ষকবৃন্দ।

০৩ দিনব্যাপি বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এ যারা বিজয়ী হবে তারা আগামি ৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ মাঠে তাদের হাতে পুরস্কার তুলে দিবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান ঊর্মি জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকমল হোসেন খান।