
শ্রীমঙ্গলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগী কৃষাণ-কৃষাণীদের সাথে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার আশীদ্রোন ইউনিয়নের পারেরটং গ্রামে এই মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. কাজী মুজিবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মুল্যায়ন সেক্টর-৪ এর মহাপরিচালক মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামছুদ্দিন আহমদ, ঢাকা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এডিএসআরএমটিপি’র প্রকল্প পরিচালক মো. রকিব উদ্দিন, সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল মান্নান।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলার সকল উপ-সহকারি কৃষি কর্মকর্তা, কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ এলাকার প্রায় দুই শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন