“জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেবা হবো বিশ্বময়” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে ২দিনব্যাপি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকমল হোসেন খান এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান ঊর্মি।

এসময় বক্তব্য রাখেন সরকারী কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমিনুর রহমান,তুষকালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কুমার কর্মকার,শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনির ছাত্রী শ্রেয়া বিশ্বাস,কুড়িপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র মোঃ মাসুম বিল্লাহ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক শিক্ষিকা এব শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্কুল পর্যায়ে ৯টি এবংং কলেজ পর্যায়ে ৪টি মোট ১৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্বাবনী প্রদর্শন করেন। এতে যারা বিজয়ী হয়েছেন তাদের ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়।