
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ডিলারদের মাধ্যমে সরকার নির্দ্ধারিত মূল্যে সার বিক্রি ও মজুদ সংক্রান্ত কার্যক্রম মনিটারিং করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান ও কৃষি সম্প্রসারণ অফিসার হাদিসুর রহমান যৌথ ভাবে এই মনিটারিং কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, নাজমুল হাসান ও অফিসের অফিস সহকারী আবু রায়হান।মনিটারিং টিম উপজেলার মহিমাগঞ্জ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ডিলারদের সার বিক্রি কার্যক্রম ও মজুদ পর্যবেক্ষণ করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান বলেন, বাজারে প্রচুর সার মজুদ রয়েছে। কৃষকরা যাতে সরকার নির্দ্ধারিত মূল্যে নির্বিঘেœ সার পায় এবং কোন স্বার্থন্বেসী মহল যাতে কৃত্তিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য এই মনিটারিং কার্যক্রম অবহ্যত থাকবে। তিনি আরো বলেন যদি কোন ডিলার কৃষকের কাছ থেকে সরকার নির্দ্ধারিত মূল্যের বেশী দাম নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন