
পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আল-আমিন খলিফা (৪১)কে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৯ টায় মহিপুরের লতাচাপলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আল-আমিন একই এলাকার মোঃ খালেক খলিফার ছেলে।
পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) আনুমানিক রাত আটটার দিকে সংবাদ পেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় লতাচাপলীর নয়াপাড়া নিজ বাড়ির সামনে থেকে ৯০০ পিস ইয়াবাসহ- এলাকার চিহ্নিত ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় সাথে থাকা আরো তিনজনকে আটক করতে পারেনি পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী আল-আমিন খলিফার বিরুদ্ধে পূর্বে আরো সাতটি মাদকের মামলা রয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আল-আমিন খলিফা একাধিক মাদক মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদক দ্রব্য নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন