দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার তিনজন কর্মকর্তা-কর্মচারীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৪ শে মে বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী পৌরসভার অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ কর্মকর্তা মোছা. জিয়াবুন নেছা, প্রধান কর আদায়কারী মো. আব্দুর রশিদ এবং কর আদায়কারী অনিল কুমার সরকার এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌরসভার সম্মানিত মেয়র জনাব আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন। এতে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ২নং প্যানেল মেয়র হারান দত্ত, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, কর নির্ধারক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ সাহার আলী মতি। এছাড়াও বিদায়ী বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ কর্মকর্তা মোছা. জিয়াবুন নেছা, প্রধান কর আদায়কারী মো. আব্দুর রশিদ এবং কর আদায়কারী অনিল কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলবাড়ী পৌরসভার মো. আশরাফ পারভেজ।
শেষে পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দের পক্ষ থেকে এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে বিদায়ী ৩ জন কর্মকর্তা-কর্মচারীর মাঝে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এবং মেয়র কর্তৃক পিএফ ফান্ডের আংশিক চেক বিতরণ করা হয়। সংবর্ধিত এই ৩ জন কর্মকর্তা-কর্মচারী তৎকালীন পৌর চেয়ারম্যান মরহুম নুরুল হুদার মেয়াদে ১৯৮৯ সালে চাকরিতে যোগদান করেন এবং কাকতালীয়ভাবে তাঁরই পুত্র বর্তমান মেয়র জনাব আলহাজ্ব মাহমুদ আলম লিটন এর মেয়াদে অবসর নিয়ে বিদায় নিলেন। পিতার আমলে যোগদান, পুত্রের আমলে বিদায় যা স্মরনীয়।