পটুয়াখালীর পায়রা বন্দরে অধিগ্রহকৃত অব্যবহৃত কৃষি জমি ইজারা না দিয়ে স্ব-স্ব মালিকদের চাষাবাদ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কৃষক জসিম উদ্দিন মৃধা, মজিবর প্যাদা, ইব্রাহিম সাউগার ও সজল বিশ্বাসসহ স্থানীয়রা বাসিন্দারা।

এ মানববন্ধনে বক্তারা বলেন, পায়রা বন্দরের অধিগ্রহনকৃত জমির মূল্য এখনও অনেক ক্ষতিগ্রস্থ মালিকরা বুঝে পায়নি। অধিগ্রহনকৃত এসব জমি চাষাবাদ করেই চলছে তাদের সংসার। তার উপর এসব জমি ক্ষতিগ্রস্থদের কাছে ইজারা না দিয়ে বাহিরের লোকজনের কাছে ইজারা দেয়ার পায়তারা চালায় বন্দর কর্তৃপক্ষ। তাই তাদের দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন।