নওগাঁর আত্রাইয়ে উপজেলা আ’লীগের উদ্যোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ গত ১৯ মে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন করে কবরস্থানে ফেলে রাখার প্রকাশ্য হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।
২২ মে সোমবার বিকালে উপজেলা আ’লীগ অফিস হতে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্তরে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে সাধারন সম্পাদক আক্কাছ আলী, যুগ্ন সাধারন সম্পাদক আফছার আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, নামজুল হক নাদিম, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগসহ আ’লীগ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিএনপি মানুষের প্রতি সীমাহীন নির্যাতন ও কুকর্মের কারনে জনগন তাদের ঘৃনিত এবং প্রত্যাখ্যান করেন। তাই সাধারন মানুষের প্রতি তীব্র ক্ষোভ থেকে তারা অগ্নি সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সহিংসতা ছরিয়ে দেশের মানুষের উপর বার বার হত্যাযজ্ঞ চালিয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষের জানমালের ক্ষতি থামাতে কঠোর হাতে তা দমন করেন।