
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উপজেলার ৪ হাজার ৩ শত ২৫টি আবেদনের পৃক্ষিতে উম্মুক্ত লটারীর মাধ্যমে ৫শত ২২ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে কৃষকের মাধ্যমে ১ হাজার ২ শত ০২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষে উম্মুক্ত লটারী শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মঈন উদ্দিন, উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ওসি এলএসডি মাহমুদ মোঃ ইমরান বেতদিঘী ইউনিয়ন পরিষদের উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দুস,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ খাদ্য অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ বছর লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ৩ টন ধান ২২ মে হতে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত ধান সংগ্রহ করা হবে।
মন্তব্য করুন