
মেহেন্দিগঞ্জ থেকে মাছ ধরার ট্রলার,২ টি ইঞ্জিন ও জাল সহ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভোলার রুবেল (২৬) নামের এক জেলের বিরুদ্ধে। ১ টি মাছ ধরার ট্রলার ২ টি ইঞ্জিন ও সুতার জাল ২২০ পুলুট (দাম ৭ লক্ষ টাকা) সহ নিয়ে যায়।
জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের মৃত জাহের মিস্তিরির ছেলে ফরিদ মিস্তিরির সাথে বন্ধুত্তের সম্পর্ক গড়ে উঠে ভোলার রুবেল নামে এক ছেলের। সেই সুবাদে দীর্ঘ ৫/৬মাস আগে ফরিদের ট্রলার ও জাল নেয় রুবেল। কিছুদিন ঠিকমতো টাকা পয়সা দিলেও হটাৎ করে টাকা দেওয়া বন্ধ করে দেয় রুবেল।
গত ১ অক্টোবর রাত আনুমানিক ৯ টার দিকে চরফ্যাশন এলাকা থেকে জাল ও ট্রলার নিয়ে পটুয়াখালী দিকে রওনা দিয়ে পথিমধ্যে মাইনকারহোড়া নামক এলাকায় এসে পূর্বপরিকল্পিত ভাবে ট্রলারে থাকা ফরিদের লোক মিন্টু (৩০) ও জলিল(৪০) কে এলোপাতাড়ি পিটিয়ে অচেতন করে নদীর পাড়ে ফেলে দিয়ে চলে যায়। স্থানীয় এক রিক্সা ড্রাইভার অচেতন অবস্থায় আহতদের দেখতে পেয়ে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা আশংকাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।।এর পর থেকে আর রুবেল এবং ট্রলারের কোন খোজ খবর পাওয়া যায়নি। প্রতারক রুবেল ভোলা জেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের চরকলমি ৭নং ওয়ার্ডের বাসিন্দা শরিফ আলী ও মাতা ফরিদা বেগম এর পুত্র বলে জানান আহতরা।
এই ঘটনায় ট্রলার মালিক ফরিদ সওদাগর (ফরিদ মিস্ত্রি) মামলা দায়ের করবেন বলে সাংবাদিকদের জানান।
মন্তব্য করুন