আগামী ২০/০৯/২৪ তারিখ শুক্রবার দৈনিক আলোকিত প্রতিদিন এবং দৈনিক অন্যধারার সম্পাদক এবং অন্যধারা পাবলিকেশন এর স্বত্বাধিকারী অন্যধারা সাহিত্য সংসদের সভাপতি জনাব Syed Rono এর আহবানে এক সাহিত্য আড্ডার মধ্যমনি করা হয়েছে কবি সাহানা সুলতানা কে।

সাহানা সুলতানা একাধারে একজন কবি, লেখক,নারী উদ্দোক্তা। প্রজন্ম বিশ্বজুড়ে ৯০ গ্রুপের এডমিন। সামাজিক নানামুখী কর্মকাণ্ডের সাথে জড়িত।

অনুষ্ঠান টি লাইভ প্রচারণা হবে,,,ফেসবুকে।, কবির কণ্ঠে স্বরচিত ১০ টির অধিক কবিতা পাঠ সহ জীবন বৃত্তান্ত আলোচনা করা হবে। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪টা থেকে ৬ টা পর্যন্ত। অনুষ্ঠানে অনেক গণ্য মান্য কবি ও সাহিত্যিক উপস্থিত থাকবেন।

প্রধান অতিথি : কবি ড. মাহবুব হাসান , প্রধান আলোচক : কবি সরকার মাহবুব , আড্ডার কবি : কবি সাহানা সুলতানা সভাপতি : কবি তন্ময় হারিস
বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে এমন প্রোগ্রামগুলোর আয়োজন করা হয়, অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।