
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টায় শ্রীমঙ্গল থানার এসআই
জাকির হোসেনসহ পুলিশের একটি টিম শ্রীমঙ্গল থানার মির্জাপুর ইউপির অন্তর্গত ভবানপুর এলাকার ছালেক মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ছালেক মিয়াকে (৪৫) গ্রেফতার করে এবং এসময় তার বসতঘর হতে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ৪৪০ টাকা উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
মন্তব্য করুন