আমরা সবাই ভারতীয় ডাক্তার দেবী শেঠীকে চিনলেও বাংলাদের একজন সুনামধন্য ডাক্তার অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা মেডামকে চিনি না। ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা মেডাম সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখায় জন্ম গ্রহন করেন, উনি সিলেট তথা সারা বাংলাদেশের গৌরব, বাংলাদেশের প্রথম পেডিয়েট্রিক কার্ডিওলজিস্ট। তিনি ৭ হাজার শিশুর হার্টের জন্মগত রোগের (যেমন হার্টের ভেতর ছিদ্র) অপারেশন ( ইন্তটারভেনশন)ও অনান্য ইমার্জেন্সি ইন্টারভেনশন করেছেন। ২০১৯ সালে স্বাধীনতা পদক অর্জন করেন।
Dr. Nurun Nahar Fatema Begum is a Pediatrics Cardiologist doctor in Dhaka. Her qualification is MBBS, FCPS (PED), FRCP (EDIN), FACC (USA), FSCAI (USA).
সংগৃহীত