
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হৃদয় চন্দ্র তাড়ুয়ার স্মরনে নিজ উপজেলা মির্জাগঞ্জে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৬ আগষ্ট) সকাল ১০টায় “মির্জাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগন” এর ব্যানারে উপজেলার নান্নু শপিং কমপ্লেক্সের ৩য় তলায় এ শোক সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সহ সম্পাদক মোঃ হারুন মুন্সীর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নু মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু সিকদার, মোঃ ফারুক হোসেন মুন্সী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মির্জাগঞ্জ উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম সিয়াম, সমন্বয়ক মোঃ রাব্বানী হোসাইন, শোক সভার আয়োজক মোঃ অপু হোসাইন, প্রথম আলো উপজেলা প্রতিনিধি প্রফেসর মোঃ জাকির হোসেন, নিহত হৃদয় চন্দ্র তাড়ুয়ার দিনমজুর (কাঠমিস্ত্রী) পিতা রতন চন্দ্র তাড়ুয়া ও মাতা অর্চনা রানী প্রমূখ।
সভায় বক্তারা আন্দোলনে নিহত হৃদয় চন্দ্র তাড়ুয়ার দরিদ্র এই পরিবারের পাশে থেকে সার্বিক সহোযোগিতার আশ্বাস দেন এবং নিহত হৃদয় চন্দ্র তাড়ুয়ার নামে একটি প্রতিষ্ঠান বা সড়কের নামকরনের দাবী জানান এবং বর্তমান অন্র্Íবর্তীকালীন সরকারের নিকট তার পরিবারের যোগ্য ব্যক্তিকে সরকারী চাকুরী প্রদান ও নিহত হৃদয় চন্দ্র তাড়ুয়াকে তালিকাভুক্ত করে “জাতীয় বীর” ঘোষনার দাবী জানান।
সভা শেষে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে নিহত হৃদয় চন্দ্র তাড়ুয়ার পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, হৃদয় চন্দ্র তাড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন, চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ করে ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন, চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই মৃত্যু বরন করেন হৃদয় চন্দ্র।
মন্তব্য করুন