বরগুনার বেতাগীতে সালেহিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নতুন একামেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে পৗর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে বেতাগী সালেহিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নির্মাণ কাজের উদ্বোধন করেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি হূমায়ূন কবির হিরু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফেরকান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ািপন্টু, বরগুনা জেলা পরিষদের সদস্য বাবুল আক্তার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম ম্টু, পৌর প্যানেল মেয়র কামাল হোসেন পল্টু, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মন্নান, পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড সভাপতি জলিলুর রহমান মল্লিক, মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য টিপু সুলতান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো: নাজমুল শাহাদাত।

দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল হক। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ তলা এ ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৩ কেটি ৪৫ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান এন,এস, ট্রেডার্স।