
পটুয়াখালীতে ব্যাটারি চালিত অটো রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অধরা চৌধুরী মোহনা (১৮) নামের ওই শিক্ষার্থী আগামি ৩০ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়ার কথা। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।
নিহত মোহনা পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মোঃ রাসেল মুন্সীর বড় মেয়ে।
পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম জানান, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে শহরের চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গালায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় এখনো কোন অভিযোগ দেয়নি পরিবার তার মরদেহ হাসপাতাল মর্গে আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
মন্তব্য করুন