৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির এর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি এবার সরাসরি নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করেছেন।

বুধবার (২৯ মে) তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফল বিশ্লেষণে বিষয়টি জানা যায়। জামানত ফিরে পেতে কাস্টিং ভোটের ১৫ শতাংশ অর্থাৎ ৮ হাজার ৭৮৮ টি ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র ১ হাজার ৮৬৬ টি ভোট।

মোট কাস্টিং হয়েছে ৫৮ হাজার ৫৮৯ টি ভোট। এতে বৈধ হয়েছে ৫৭ হাজার ৪৩০ টি ভোট এবং বাতিল হয়েছে ১ হাজার ১৫৯ টি ভোট। গত ২০১৯ সালে অনুষ্ঠিত নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে চশমা প্রতীকে মো. হুমায়ুন কবির ৩৪ হাজার ৬০২ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

ঘোষিত ফলাফল সূত্রে, নাগরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট।