
কলাপাড়ায় এই প্রথমবারের মতো আকলিমা বেগম (৪৫) নামের এক গরীব মায়ের জরায়ু অপারেশন হয়েছে। বুধবার রাতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টারে সফলভাবে এ অপারেশন করেন।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কলাপাড়ায় এই প্রথমবারের মতো এই ক্লিনিকে অপারেশন করতে পেরে অনকেটা উচ্ছসিত ক্লিনিক মালিক ও কর্তব্যরত সেবিকারা। বর্তমানে রোগী সুস্থ রয়েছে। স্বল্প মূল্যে কলাপাড়াতে সফলভাবে অপারেশন করতে পারায় খুশী রোগীর স্বজনরা।
রোগীর মা এবং স্বজনরা জানায়, যখন এ জড়ায়ু রোগীকে আমরা জেলায় বা বিভাগে নেয়ার পরিকল্পনা করছিলাম ঠিক তখনই ডা. শংকর প্রসাদ অধিকারী আমাদের আশ্বস্ত করলেন এবং তার মাধ্যমে অতি সুন্দর ও যত্ন সহকারে আমাদের রোগীর জড়ায়ু অপারেশন করা হয়েছে, এজন্য আমরা সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানাই, কম খরচে, কম সময়ে কলাপাড়াতে বসেই এ অপারেশনটি সফলভাবে সম্পন্ন করায় ডাক্তারের কাছে কৃতজ্ঞ আমরা।
নার্স আলো নুর জানান, কলাপাড়াতে এ্যাপেনডিস, হার্নিয়া, জড়ায়ু রোগী আসলে উন্নত চিকিৎসার জন্য আমরা পটুয়াখালী-বরিশাল-ঢাকায় প্রেরন করতাম, কিন্তু বুধবার রাতে এই জড়ায়ু রোগীটি আসার পর ডা. শংকর প্রসাদ স্যার বললেন এ অপারেশনটি আমি করবো তাই আমরাও সাহস করলাম এবং সফলভাবে অপারেশনটি সম্পন্ন হলো।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, আকলিমা বেগম নামে এ রোগীর জড়ায়ু অপারেশন সফলভাবে করতে পেরে আমি খুব খুশী, কারন এই ধরনের রোগীরা একসময় উন্নত চিকিৎসার জন্য জেলা কিম্বা বিভাগীয় শহরে প্রেরন করা হতো, এতে অনেক টাকা খরচ হতো, রোগীর স্বজনদের অনেক নাকানি-চুবানি খেতে হতো, কিন্তু অতি অল্প সময়ে এবং কম খরচে সুন্দরভাবে একাজটি আমি সম্পন্ন করতে আমার সহকর্মীসহ সবাইকে ধন্যবাদ।
মন্তব্য করুন