কলাপাড়ায় প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী তাঁত শিল্প মেলা। সোমবার দুপুরে বেলুন উড়িয়ে এ শিল্প মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধনের সময় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. নাজমুল আহসান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি স্বপন হাওলাদার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম রয়েল, সহ-সভাপতি রাসেল কবির মুরাদ, রিপোর্টাস ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, রিপোর্টার্স ইউনিটির অর্থ বিষয়ক সম্পাদক ফরাজী মো. ইমরান, সাংবাদিক রাসেল মোল্লা, নয়নাভিরাম গাইনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, মেলা ঘিরে তাঁতের দোকান, খাবার দোকান ও কসমেটিক্সের দোকানসহ ৫৪ টি স্টল বসেছে। এছাড়াও বিভিন্ন বাহারী পন্য পরিচয় করিয়ে দেয়ার জন্যই মূলত: এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।