প্রচন্ড খরতাপে স্বস্তির সুবাতাস দিচ্ছে ক্যাসিয়া জাভানিকা। গ্রীষ্মে এই ফুল মুগ্ধ করে ফুল প্রেমীদের।

নাম লাল সোনাইল। যার ইংরেজি নাম Burmese Pink Cassia । বৈজ্ঞানিক নাম Cassia Javanica । এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। এর আদি নিবাস দক্ষিণ পূর্ব এশিয়ায়। সারা পৃথিবীতে উষ্ণমন্ডলীয় অঞ্চলে বাগানের উদ্ভিদ হিসেবে জন্ম হয়। গোলাপী এবং গাঢ় লাল রং এর ফুলের জন্য এটি জনপ্রিয়।

শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত অনলাইন পয়েন্টের সামনে এই অপূর্ব সৌন্দর্যমন্ডিত ক্যাসিয়া গাছটিতে এখন ফুলে ফুলে ভরে গেছে। নান্দনিক সৌন্দর্যের ফুলগুলো ছড়াচ্ছে মুগ্ধতা। এ পথে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী এবং পর্যটকরা এক মুহুর্তের জন্য হলেও এখানে থমকে দাঁড়ায়। উপভোগ করেন ক্যাসিয়া’র দৃষ্টিনন্দন ফুলের অপরূপ সৌন্দর্য।

মাত্র কয়েক বছরে গাছটিতে ছাতার মতো ছড়িয়েছে ডালপালা। গাছজুড়ে ফুটেছে ক্যাসিয়া বা সোনাইল। অল্প বয়সী গাছটি এখন ফুলে ফুলে ভরে উঠেছে। প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করছে এ ফুল। গ্রীষ্মে এ ফুল ফোটে। বাংলাদেশ, ভারত, মিয়ানমার ছাড়াও ইন্দোনেশিয়াসহ উষ্ণমন্ডলীয় এলাকায় এ ফুল ফোটে।

ক্যাসিয়া জাভানিকা, যা জাভা ক্যাসিয়া, গোলাপী ঝরণা, আপেল ব্লসম ট্রি এবং রেইনবো শাওয়ার ট্রি নামেও পরিচিত।

২০২১ সালের ২০ অক্টোবর স্থানীয় শিক্ষক তারিক হাসান তাঁর কয়েক বন্ধুকে নিয়ে এ গাছটি রোপণ করেছিলেন বলে জানা যায়।