কলাপাড়ায় সরকারী খাল উম্মুক্ত করে দেয়ার দাবীতে মানবববন্ধন কর্মসূচী থেকে অব:শেষে ইউএনওর আশ্বাসে সরে দাড়ালো কৃষকরা। বৃহস্পতিবার ১১ মে দুপুরের দিকে কলাপাড়ার ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন উপজেলা পরিষদের সামনে বাদুরতলি খাল উম্মুক্ত করে দেয়ার দাবীতে টিয়াখালী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়া শত শত কৃষকের দাবী পূরনের আশ্বাস দেয়ায় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছে বলে জানান ইউপি চেয়ারম্যান মো: মাহমুদুল হাসান সুজন মোল্লা। স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে দেখা যায়, টিয়াখালী ইউনিয়নের বাদুরতলি খাল দীর্ঘদিন ধরে প্রভাবশালী হিরন সিকদার, ইসমাইল মেম্বরসহ ১৫জন দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। এতে চাষাবাদের মৌসুমে দীর্ঘদিন কৃষি কাজে মিষ্টি পানি ব্যবহার করতে পারছেনা কৃষকরা। এছাড়াও গেরস্থালী কাজসহ গবাদিপশুকে পানি খাওয়াতে পারছেনা কৃষক। এতে সংক্ষুব্ধ কৃষক বাদুরতলি খাল উম্মুক্ত করার দাবীতে বৃহস্পতিবার দুপুরের দিকে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এসময় কৃষকের স্বার্থ তুলে ধরে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সুজন মোল্লা, কৃষক রিপন ফরাজী, বাবুল তালুকদার, ফারুক হাওলাদার, খালেক হাওলাদার, রফিক হাওলাদার, রাজ্জাক শরীফ প্রমূখ। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোন সরকারী খাল আর ইজারা দেয়া হবে না। কৃষকের স্বার্থে বাদুরতলি খালসহ সকল খাল উম্মুক্ত করে দেয়া হবে। বাঁধ অপসারন করে দেয়ার জন্য তহলিশদার, কানুনগোকে নির্দেশনা দেয়া হয়েছে। ইতিমধ্যেই পাখীমারা খাল কৃষকের স্বার্থে উন্মুক্ত করে দেয়া হয়েছে বলে জানান তিনি।