
শ্রীমঙ্গল শহরের কলা বাজার থেকে একটি ‘রেড আই ক্যাট স্নেক’ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। আজ বৃহস্পতিবার রাত ৮ টায় এটিকে উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শ্রীমঙ্গল কলাবাজারে একটি সাপ দেখে আতঙ্কিত হয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়য় স্হানীয় লোকজন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল তৎক্ষনাৎ কলা বাজারে গিয়ে সাপটি উদ্ধার করে। সাপটির নাম রেড আই ক্যাট স্নেক বলে জানিয়েছেন স্বপন দেব সজল।
পরে আজ রাত সাড়ে ৮ টার দিকে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্হাপনা বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম বন্যপ্রাণী বিভাগের লোকজন ও ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে সাথে নিয়ে লাউয়াছড়া জাতীয় পার্কে সাপটি অবমুক্ত করেন বলে জানিয়েছেন ওয়াইল্ডলাইফ রেঞ্জার শহিদুল ইসলাম।
মন্তব্য করুন